সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। অনেকটা প্রস্তুতির অংশই বলা চলে এই সিরিজটা। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য টীকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ২০০ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সিরিজের টাইটেল স্পন্সরের পাশাপাশি টকিটের দামও জানায় বিসিবি এই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ডাচ বাংলা ব্যাংক।
টিকিটের মূল্য তালিকা
সূচী |
ভেন্যু |
ইস্টার্ন স্ট্যান্ড |
২০০ টাকা |
নর্থ ও সাউথ স্ট্যান্ড |
৩০০ টাকা |
ক্লাব হাউজ |
৫০০ টাকা |
ভিআইপি স্ট্যান্ড |
১০০০ টাকা |
গ্র্যান্ড স্ট্যান্ড |
১৫০০ টাকা |
ম্যাচের টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। আগামীকাল ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। এছাড়া অনলাইনেও কাঁটা যাবে টিকিট। মঙ্গলবার সকাল ৯টা থেকে www.tigercricket.com.bd ওয়েবসাইটে টিকিট রেজিস্ট্রেশন করে নির্দিষ্ঠ টিকিট বুথ শের ই বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেইট থেকে সংগ্রহ করতে হবে।
সিরিজের সূচি
তারিখ |
সূচী |
ভেন্যু |
২১ সেপ্টেম্বর |
প্রথম ওয়ানডে (দুপুর ২টা) |
শের ই বাংলা স্টেডিয়াম, মিরপুর |
২৩ সেপ্টেম্বর |
দ্বিতীয় ওয়ানডে (দুপুর ২টা) |
শের ই বাংলা স্টেডিয়াম, মিরপুর |
২৬ সেপ্টেম্বর |
তৃতীয় ওয়ানডে (দুপুর ২টা) |
শের ই বাংলা স্টেডিয়াম, মিরপুর |
এমআর/
মন্তব্য করুন