সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢালিউডের নায়ক শাকিব খান প্রথমবারের মতো বিপিএলে দল কিনেছেন। তার দলের নাম ঢাকা ক্যাপিটালস।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সকাল থেকে শুরু হয় বিপিএলের প্লেয়ার ড্রাফট। আর সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান।
ড্রাফটে ছয়জন বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে ঢাকা। বিদেশিরা হলেন- থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, সাইম আইয়ুব এবং আমির হামজা।
তবে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দুইজন দেশি এবং একজন বিদেশিকে নিয়েছে ঢাকা। তারা হলেন- তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান এবং স্টিফেন এসকিনেজি।
আর দলে ভেড়ানো দেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন— লিটন দাস, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, শাহাদাত হোসেন, সাব্বির রহমানসহ আরও অনেকে।
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড
মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।
অ