সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ম্যানেজারের পদ হারিয়েছিলেন গত মাসে শ্রীলঙ্কা সফরের সময়। এবার হারালেন জাতীয় নারী দলের নির্বাচকের পদ। সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এতদিন নারী দলের ম্যানেজার ও নির্বাচকের দায়িত্ব পালন করে আসলেও বিভিন্ন সময়ে তাকে নিয়ে হয়েছে নানান সমালোচনা।
সবশেষ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের আগে মঞ্জুকে ম্যানেজার পদে দেখা যায়নি। সেই সফরে দল নির্বাচন নিয়ে তার বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল। এর বাইরেও তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছিল। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ পদে বিতর্ক ছড়াচ্ছিল। এজন্য তাকে সরিয়ে দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা সফর শেষ হবার তিন সপ্তাহের ভেতরেই মঞ্জু হারালেন নির্বাচক পদ।
মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংসের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। নারী দলের নির্বাচক পদে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরী। প্রয়োজনে এই প্যানেলে আরো একজন যুক্ত করার চিন্তাও আছে বিসিবির।
এদিকে মেয়েদের ক্রিকেটকে ঢেলে সাজাতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। স্থানীয় কোচ ওয়াহিদুল গনি ও দীপু রায় চৌধুরী লম্বা মেয়াদের জন্য দায়িত্ব পেতে যাচ্ছেন। তাদেরকে সহযোগিতার জন্য গেম ডেভেলাপমেন্ট বিভাগ থেকে আরো চারজনকে নেবে বিসিবি।
শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘নির্বাচক হিসেবে মঞ্জুরুল থাকছে না। আমরা সাজ্জাদ আহমেদ শিপন এবং সজল আহমেদ চৌধুরীকে নিয়োগ দিয়েছি। আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো বিসিবি থেকে জানানো হবে।’
‘আমরা গেম ডেভেলাপমেন্ট বিভাগ থেকে চারজন কোচ নেব। তারা মেয়েদের সঙ্গে কাজ করবেন। এর আগেই ওয়াহিদুল গনি ও দীপু রায় চৌধুরী কাজ শুরু করে দেবেন। পুরো নারী বিভাগটাই আমরা নতুন করে সাজাতে চাচ্ছি। যেন লম্বা সময় নিয়ে পরিকল্পনা করে কাজ করা যায়। তাই নিজেদের বিভাগটাকে আরো বড় করছি।’ –যোগ করেন তিনি।
নারী ক্রিকেট দল এখন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত। জুনে ইমার্জিং দল যাবে হংকংয়ে খেলতে। মাসের শেষ দিকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ভারত নারী ক্রিকেট দল।