সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রায় দুই মাসের লড়াই শেষে আজ রবিবার পর্দা নামতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আহমেদাবাদে বাংলাদেশ সময় রাত ৮টায় গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।
ফাইনালে হার্দিকের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনি বলেই আগ্রহের মাত্রাটা আরও বেশি তুঙ্গে। এবার জিতলে টানা দ্বিতীয়বার আইপিএলের শিরোপার মুকুট উঠবে হার্দিকের মাথায়। অন্যদিকে চেন্নাই জিতলে ধোনি পাবেন পঞ্চম শিরোপা। এমন কী তার অবসর নিয়ে যে গুঞ্জন চলছে সেটা হয়তো শিরোপা দিয়েই শেষ হবে।
এমন এক রোমাঞ্চকর লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি। রবিবার বিকাল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। এমন কী বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনাও রয়েছে।
আহমেদাবাদে অবশ্য চলতি আসরে গুজরাট ও মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এখন ফাইনালে কী হয় সেটা সময়ই বলে দেবে।