সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে। তবে সেই মামলায় সাকিব গ্রেপ্তার হবে না বলে আশা ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, ‘আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, যাতে কেউ অতি উৎসাহী হয়ে তাকে গ্রেফতার না করে।’
তিনি আরও বলেন, ‘এটা আওয়ামী লীগ শুরু করেছিল। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছিল। দিনের পর দিন তার জামিন বাতিল করা হয়েছে। আমি আশা করি, সাকিব গ্রেপ্তার হবে না।’
উল্লেখ্য, সাকিব আল হাসানের নামে আদাবর থানায় হত্যা মামলা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় মামলাটি করা হয়।
অ