সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে সেকেন্ড কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হয় গুজরাট টাইটান্স। এর আগে এলিমিনেটরের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে মুম্বাই ইন্ডিয়ান্স।
তবে ধোনিদের কাছে হারলেও কিন্তু সময়মতো ঠিকই জ্বলে উঠে হার্দিক পান্ডিয়ার দল। মুম্বাইকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে গুজরাট টাইটান্স।
শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয় আসরের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।
অলিখিত এই সেমিফাইনালে টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করে শুভমান গিলের অতিমানবীয় শতকে (১২৯) নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে গুজরাট তোলে ২৩৩ রান। জবাবে ১৮.২ ওভারে ১৭১ রানে অলআউট হয় মুম্বাই।
গুজরাটের পক্ষে ২.২ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নেন মোহিত শর্মা। দুইটি করে উইকেট পান শামি ও রশিদ। এদিকে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে গুজরাট টাইটান্সের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।