সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ শেষে মঙ্গলবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। তবে ছুটি কাটাতে ইংল্যান্ডে রয়ে গেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ পাঁচ ক্রিকেটার।
এদিন দেশে পা রেখেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিরিজসেরা টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা এবং সেটিকে ভবিষ্যতে কীভাবে কাজে লাগানো যায়।
দুর্দান্ত একটা সিরিজ শেষ করে আসা শান্ত জানিয়েছেন এই ফর্ম সামনে টেনে নিয়ে যাওয়াই এখন তার লক্ষ্য, ‘আলহামদুলিল্লাহ। আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলেছি আমার মনে হয়। পুরো সময়টা সবাই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছে। খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। এটা যদি চালিয়ে যেতে পারি, তাহলে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারব।’
আসন্ন বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ মনে করেন শান্ত, ‘প্রথম ম্যাচে আমরা যে ৩২০ রান চেজ করলাম, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্য দুটি ম্যাচই বিশ্বকাপের আগে গুরুত্বের বিচারে কম নয়। এ ধরনের পরিস্থিতি বড় দলের বিপক্ষে বিশ্বকাপে আসতেই পারে। দুই ধরনের অনুভূতিই পেলাম কীভাবে চেজ করতে হয় বা ডিপেন্ড করতে হয়। এই জিনিস মনে রেখে সামনে ম্যাচ খেলতে পারলে দলের জন্য ভালো হবে।’
অবশ্য সিরিজ জিতলেও নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে আরও উন্নতির কথা বলছেন এই টাইগার ব্যাটার, ‘ভালো হচ্ছে, ভালো যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আরও উন্নতি করার জায়গা আছে। আরও ভালো ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয় এই ফর্ম কন্টিনিউ করতে পারলে আমার ও দলের জন্য ভালো।’
চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। তার আগে রয়েছে গরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজ দিয়েই বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন পেতে চায় টাইগাররা।