দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বেন স্টোকসের মতো বিশ্বসেরা অল-রাউন্ডারেরও জায়গা হয় না চেন্নাই সুপার কিংসের একাদশে। মঈন আলী, মাথিশা পাথিরানা, মাহেশ থিকশানা আর ডেভন কনওয়ের কারণে ম্যাচের পর ম্যাচ বসেই কাটাতে হয়েছে ডাগ-আউটে।
সপ্তাহ-খানেক আগে চোট থেকে সেরে উঠেছেন বেন স্টোকস। এরপর ম্যাচ খেলা হচ্ছে না তার। এদিকে অ্যাশেজ সিরিজের সময়ও ঘনিয়ে আসছে। তাই বেঞ্চে বসে না থেকে অ্যাশেজের জন্য প্রস্তুত হতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফের আগের দেশে ফিরবেন ইংল্যান্ডের অধিনায়ক।
নিলাম থেকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নেয়া স্টোকসের উপর অনেক প্রত্যাশা ছিল চেন্নাই সুপার কিংসের। তবে পুরোনো হাঁটুর চোট নিয়ে আইপিএলে এসে ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে নেমে শুধু ব্যাটিংটাই করেছেন দুই ম্যাচে।
তাই দুই ম্যাচে একাদশে জায়গা পেলেও চেন্নাইয়ের চাহিদা পূরণ করতে পারেননি এবারের আসরের নিলামে চতুর্থ সর্বোচ্চ দামে বিক্রি হওয়া স্টোকস। গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলা দুটি ম্যাচে করেছিলেন যথাক্রমে ৭ ও ৮ রান। লক্ষ্ণৌর বিপক্ষে মাত্র এক ওভার বোলিং করলেও দেন ৮ রান।
আগামী ১৬ জুন থেকে শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মর্যাদার অ্যাশেজ সিরিজ। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। আইরিশদের বিপক্ষে খেলিয়ে ইংল্যান্ডের অধিনায়ককে সাদা পোশাকের জন্য প্রস্তুত করার কথা ভাবছে ইসিবি।