সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপ সুপার লিগের খেলা হলেও বাংলাদেশের কাছে আয়ারল্যান্ড সিরিজটা একদমই প্রস্তুতির অংশ। তাই খেলোয়াড়দের যাচাই করতে এই সিরিজটা লক্ষ্য করেছিল বাংলাদেশ দল। তবে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে গেলে দ্বিতীয় ওয়ানডেতে একই দল খেলানো হয়।
তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পরিবর্তনের গুঞ্জন শোনা গেছে নানান সূত্র থেকে। তবে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন ইঙ্গিত দিয়েছেন, একই দল নিয়েই শেষ ওয়ানডে খেলবে দল।
চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দল কেমন হবে এ নিয়েও চলছে জল্পনা-কল্পনা। দলে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন থাকবেন কী না এমন প্রশ্নে খালেদ মাহমুদ সুজন বলেন, ওয়ানডে দলটা এখন থিতু।
শনিবার মিরপুর শের-ই-বাংলায় ডিপিএলের শেষ দিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'জাতীয় দলের দাবি অনেকেই জানাচ্ছে কিন্তু আমাদের ওয়ানডে দলটা কিন্তু থিতু। হৃদয় নতুন খেলোয়াড় গিয়েই কিন্তু খুব ভালো ইনিংস খেলল। ভালো করছে সে। খুব একটা রদবদলের জায়গা নেই।'
তবে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের এমন ভালো পারফর্ম করাকে ইতিবাচক হিসেবেই দেখছেন সুজন, 'রিয়াদের কথা কেউ বলতে পারে, বা আফিফ এবছর যেরকম ম্যাচ খেলেছে। আপনি সোহানের কথা বলতে পারেন। বিজয়, নাঈম অনেক খেলোয়াড় আছে। একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতা থাকলে আমাদের দল আরও শক্ত হবে।'
গতকাল আয়ারল্যান্ডকে হারানোর দিনে দলের হয়ে বড় অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হ্রদয়। এই দুই ক্রিকেটারকে নিয়ে সুজন বলেন, 'দারুণ। আমি মনে করে বাংলাদেশের সেরা একটা জুটি (শান্ত-হৃদয়ের)। চাপের মধ্যে খেলেছে। হ্যাঁ অনেকে বলতে পারে দলটা আয়ারল্যান্ড, মাঠ ছোট ছিল। কিন্তু চাপে ছিলাম কিন্তু আমরা। আমাদের তামিম, সাকিব ও লিটন। তিনটা প্রতিষ্ঠিত খেলোয়াড় আউট হয়ে গিয়েছিল। হৃদয়ের মতো তরুণরা এভাবে ব্যাটিং করলে আমরা যেকোনো বড় লক্ষ্য আমরা তাড়া করতে পারব।'