দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আজ রবিবার। এই ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান। চোটে পড়ায় তাকে ছাড়াই খেলতে নামবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে প্রায় ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন সাকিব। আগামী মাসে আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত তারকা অলরাউন্ডার। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান সেই ধারণাই দিলেন।
তিনি বলেছেন, ‘এক্স-রেতে সাকিবের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এ ধরনের চোট থেকে সুস্থ হতে ছয় সপ্তাহর মতো সময় লাগে।’
শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব। মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে ব্যাথা পান। পরবর্তীতে ফিল্ডিং করেছেন। ব্যাটিংও করেছেন। তাতে চোট আরও বেড়েছে।
ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হলে সাকিব আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করবেন। তবে এর আগে সুস্থ হলে তাকে মাঠে দেখা যেতে পারে।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সাকিবের পরিবর্তে একাদশে থাকবেন ইয়াসির আলী চৌধুরী।
দুই ওয়ানডেতে সাকিবের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। প্রথম ওয়ানডেতে ২০ রানের পর দ্বিতীয় ম্যাচে মাত্র ২৬ রান করেন। বল হাতে ছিলেন উইকেটশূন্য।