সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর শেষ করার আগেই মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে দেশে ফিরে গেছেন ইংলিশ পেসার জফরা আর্চার। আগামী বিশ্বকাপে শতভাগ ফিট থাকতে এই সময়টায় পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে শুরু করতে আইপিএল ছেড়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তার বিষয়ে ইসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘আর্চার ডান কুনুইর অস্ত্রোপচারের পর সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এখন তার ওপর চাপ দিয়ে খেলালে সেটা হিতে বিপরীত হতে পারে। সে কারণে সে যুক্তরাজ্যে ফিরে আসছে যাতে করে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়াটা ভালোভাবে সম্পন্ন করতে পারে এবং পুরোপুরিভাবে সেরে ওঠে।’
এদিকে জফরা আর্চার দেশে ফেরার পর মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছে আরেক ইংলিশ পেসার ক্রিস জর্ডানকে। আর্চার মুম্বাইর হয়ে মোট পাঁচটি ম্যাচ খেলেছেন। চোট থেকে ফিরে খুব বেশি প্রভাব রাখতে পারেননি তিনি। পাঁচ ম্যাচে ৯.৫০ গড়ে রান দিয়ে উইকেট নিয়েছেন মাত্র ২টি। অবশ্য ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে দেখা গেছে তাকে।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে খেলার পর কুনুইতে অস্বস্তিবোধ করেন আর্চার। যে কারণে বেলজিয়ামে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্নও হন তিনি। এরপর তিন সপ্তাহের মধ্যে আবারও ফিরে আসেন ভারতে। সেখান থেকে এসে খেলেন ৪টি ম্যাচ।