সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দুজনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে যুক্তরাজ্যে গেলেন দেশের হয়ে খেলতে। জশ লিটল এই সময়ে আয়ারল্যান্ড দলের সেরা পেসার। লিটন দাসও বাংলাদেশ দলের সেরা ব্যাটার।
তবে দুজনের দেখায় জিতলেন জশ লিটল। সাসেক্সের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথম বল থেকেই সুইং আর গতিতে মুগ্ধ করছেন লিটল।
তৃতীয় বলেই পেলেন সাফল্য। স্ট্রাইকে থাকা তামিম ইকবাল প্রথম দুই বল ছেড়ে দিলেও তৃতীয় বলে তিন রান নিয়ে লিটনকে দেন স্ট্রাইক। কিন্তু প্রথম বলটাই সামলে উঠতে পারেননি টাইগার ওপেনার।
লিটলের বাক নেয়া বল সোজা গিয়ে লাগে প্যাডে। আম্পায়ার আবেদনে সায় দিয়ে আঙ্গুল তুলে দিলে আর রিভিউ নেননি লিটন। শূন্য রানে সাজঘরে ফিরতে হলো তাকে।
এর আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড: পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম ও জশ লিটল।