সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার নিয়ে ছিল অনিশ্চয়তা। এখন পর্যন্ত দেশীয় কোনও চ্যানেল খেলা দেখাবে না বলেই জানা গেছে। তবে শেষ পর্যন্ত দর্শকদের খেলা দেখা থেকে বঞ্চিত হতে হচ্ছে না।
দ্বিপক্ষীয় এই সিরিজটি দেখা যাবে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে। ব্যক্তিগত ইমেইল আইডির মাধ্যমে আইসিসি ফ্যান অ্যাকাউন্ট খুলে তিন ম্যাচের এই সিরিজ দেখা যাবে। আইসিসি টিভির হোম পেইজের সূচিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের এই সূচি ইতিমধ্যে দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এগিয়ে আসে আইসিসি টিভি। তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে খেলা দেখা গিয়েছিল। সেবার অবশ্য পুরো সিরিজ দেখার জন্য বাংলাদেশি দর্শকদের গাঁটের পয়সা খরচ করতে হয়েছিল। সিরিজের মাঝপথে একটি দেশীয় টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কেনায় অবশ্য বাকি ম্যাচগুলো টিভিতে দেখতে পেরেছেন দর্শকরা।
বাংলাদেশে কোনো টিভিতে সম্প্রচার না হলেও আয়ারল্যান্ডে দেখা যাবে প্রিমিয়ার স্পোর্টসে। এ ছাড়া উত্তর আমেরিকায় দেখা যাবে উইলো টিভিতে আর ভারতে ফ্যানকোডে।
চেমসফোর্ডে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল। বাকি দুই ম্যাচ ১২ ও ১৪ মে।