সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিলেটে তিন দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে একদিন বিশ্রাম নিয়ে প্রথম ধাপে ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা করেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে সাকিব আল হাসান যোগ দেবেন যুক্তরাষ্ট্র থেকে। লিটন দাস যোগ দেবেন আইপিএল শেষ করে। আগামী ৯ মে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
এই সিরিজের আয়োজক এসেক্স। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১২ ও তৃতীয় ম্যাচ ১৪ মে। বিশ্বকাপ সুপার লিগের আওতায় থাকলেও বাংলাদেশের জন্য এই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ, তবে সরাসরি বিশ্বকাপ খেলতে আয়ারল্যান্ডের জন্য বাঁচা-মরার সিরিজ এটি।
কেন না বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।
এই সিরিজের আগে ৫ মে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।