সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শততম টেস্ট ম্যাচের প্রথম দিনটা দারুণ কাটালেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৪ ইংলিশ ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরত পাঠান তিনি। আর বাহাতি চায়নাম্যান কুলদীপ যাদব শিকার করেন ৫ উইকেট। স্পিনেই কুপোকাত ইংল্যান্ড আজ প্রথম ইনিংসে অলআউট হয় ২১৮ রানে।
আজ (৭মার্চ) ধর্মশালা স্টেডিয়ামে টেস্ট সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে বেন ডাকেট ও জ্যাক ক্রাউলি যোগ করেন ৬৪ রান। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংলিশরা।
অশ্বীন আর কুলদীপের স্পিন তোপের সামনে যেন কোনো উত্তরই জানা ছিল না ইংলিশ ব্যাটারদের।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার ক্রাউলি। এছাড়া ১০০তম টেস্ট খেলতে নামা জনি বেয়ারস্টো ২৯ আর ডাকেট করেন ২৭ রান।
আরআই