সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ক্লাব ক্যারিয়ারে নামের পাশে ক্রিস্তিয়ানো রোনালদোর গোল এখন ৭৫০। গতকাল রবিবার ২৫ ফেব্রুয়ারি রাতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে আল নাসর। ম্যাচের ২১ মিনিটে স্পট কিকে মাইলফলক ছোঁয়া গোলটি করেন রোনালদো। ক্লাব ফুটবলে ৭৫০ এবং ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোল ৮৭৭।
বয়স বাড়লেও গোলের ক্ষুধা এতটুকুও কমছে না রোনালদোর। মাঠে নামছেন আর গড়ছেন নতুন নতুন রেকর্ড। গতরাতে ছুঁয়েছেন ক্লাব ক্যারিয়ারের নতুন মাইলফলক। চলতি বছর চার ম্যাচ খেলে সবটিতেই জালের দেখা পেয়েছেন তিনি। টানা ৯ ম্যাচে গোল করেছেন এই ফুটবলার। ২২ গোল নিয়ে সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে তিনি।
আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর অবশ্য এক সমালোচনায় জড়ান রোনালদো। শাবাবের সমর্থকরা 'মেসি মেসি' স্লোগান দেয় গ্যালারি থেকে। এতে সমর্থকদের উদ্দেশ্য করে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। এতে সমালোচনার তোপে পড়েছেন এই পর্তুগিজ তারকা।
আর আই