দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জয়ের বন্দরে গিয়েও তরী ভেড়াতে ব্যর্থ হয়েছে রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। সোমবার রাতে চেন্নাই সুপার কিংসের দেয়া ২২৬ রান তাড়া করতে নেমে ২১৮ রানে শেষ হয় বেঙ্গালুরুর ইনিংস।
৮ রানে হারের মন খারাপ নিয়ে টিম হোটেলে ফিরতেই বিরাট জানতে পারেন, আইপিএলের নিয়ম ভাঙায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে তাকে।
তার আগে অবশ্য শুনানির জন্য ম্যাচ রেফারির কাছে যেতে হয় বিরাটকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোহলির জরিমানার বিষয়টি জানিয়ে আইপিএল কর্তৃপক্ষ বলেছে, ‘আইপিএলের নিয়মের ২.২ ধারাটি ভঙ্গের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কোহলি।’
অবশ্য কোহলি ঠিক কোন নিয়ম ভঙ্গ করেছেন এ নিয়ে সুনির্দিষ্ট কিছুই জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।
তবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের ব্যাটার শিবাম দুবে আউট হবার পর কোহলি উদযাপন মাত্রা ছাড়িয়েছিল বলেই জরিমানা করা হয়েছে।
ম্যাচে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের ৮৩ (৪৫), শিবাম দুবের ৫২ (২৭) রানে ভর করে ৬ উইকেটে তোলে ২২৬ রান। জবাবে ব্যাট করতে নামলে ফাফ ডু প্লেসির ৬২ (৩৩), গ্ল্যান ম্যাক্সওয়েল ৩৬ বলে ৭৬ রানের ইনিংস খেললেও ৮ রানে হারতে হয় কোহলিদের।