সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গেলো দুই দশক ধরেই ফুটবল মাঠে চলছে দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তান্ডব। তাদের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার নমুনা খেলা মিলেছে অনেকবার। গতকাল এমনই এক পরিসংখ্যানের নজির মিললো ফুটবলের মাঠে। কোটি মানুষের আইডল সিআর সেভেন এক পরিসংখ্যানে মেসিকে ছাড়িয়ে গেছেন পেনাল্টি ছাড়া ৭১৪ গোল করে।
মেসিকে ছাড়িয়ে যাওয়ার রাতটা আবার রোনালদোর জন্য ছিল বিশেষ। গতকাল আল ফাতেহর বিপক্ষে লিগের ম্যাচে খেলতে নামার আগে ডিসেম্বরের সেরা খেলোয়াড়ের পুরস্কার নেন তিনি। পুরস্কার পাওয়ার রাত রাঙিয়েছেন দারুণ এক গোলে। আর এই গোলেই একটা পরিসংখ্যানে ছাড়িয়ে গেছেন মেসিকে। পেনাল্টি ছাড়া ৭১৪ গোল করেছেন সিআর সেভেন। অন্যদিকে মেসির গোলের সংখ্যা ৭১৩।
ফাতেহর বিপক্ষে ২-১ গোলের জয়ের প্রথম গোলটা রোনালদোর। ১৭ মিনিটে দলকে এগিয়ে দেওয়া তাঁর গোলটি ক্যারিয়ারের ৮৭৫তম গোল। অন্যদিকে মেসির গোল ৮২১টি। ঘরের মাঠে দলকে এগিয়ে দিলেও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। ২৯ মিনিটে গোল হজম করে বসে তারা। প্রতিপক্ষের হয়ে গোলটি করেন সালেম আল-নাজদি। তবে ৭২ মিনিটের গোলে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন রোনালদোরা। জয়সূচক গোলটি করেন ওতাভিও।
ক্লাব আর আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারে গোল সংখ্যা মোট ৮৭৫টি। অন্যদিকে মেসি তার ক্যারিয়ারে সব মিলিয়ে গোল করেছেন ৮২১টি। যা মেসির চেয়ে অনেক বেশি। তবে এক জায়গায় এত দিন দুজন ছিলেন একই অবস্থানে। এবার সেই পেনাল্টি ছাড়া গোলেও মেসিকে ছাড়িয়ে গেলেন ৩৯ বছর বয়সী কিংবদন্তি ক্রিসচিয়ানো রোনালদো।
আরআই