সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিপিএল ২০২৪ আসরে চলছে ফ্র্যাঞ্চাইজিগুলোর একের পর এক চমক। পাকিস্তানি ক্রিকেটাররা নিজেদের ঘরোয়া খেলার জন্য চলে যাওয়ার কারণে দলগুলো এবার অন্য দেশের তারকা ক্রিকেটারদের ভেড়াতে শুরু করেছে।সম্প্রতি এই এর নমুনা দেখাল রংপুর রাইডার্স। বিপিএল এর চলমান আসরে খেলতে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন ইংল্যান্ড এর তাড়কা মঈন আলি এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডোয়াইন প্রিটোরিয়াস।
আগেই কথা উঠেছিল মঈন আলি এবং ডোয়াইন প্রিটোরিয়াসকে দলে ভেড়ানো নিয়ে। এবার আফ্রিকার এই ক্রিকেটারকে নিয়েই এলো সাকিব আল হাসানের দল। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মঈন আলি। বিপিএল খেলতে সোমবার রাতেই টিম হোটেলে যোগ দিয়েছেন তিনি।
গত আসরেও মঈন খেলেছিলেন কুমিল্লার হয়ে। কুমিল্লাকে শিরোপা জেতাতে রেখেছিলেন বড় অবদান। ২০১৩ সালের আসরে দুরন্ত রাজশাহীর হয়ে প্রথম বিপিএল খেলেছিলেন মঈন। এরপর সবশেষ ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মঈন আলিকে দলে ভেড়ায়।
আরআই