সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কেনিয়ার ম্যারাথনে বিশ্ব রেকর্ডকরা কেনিয়ান অ্যাথলেট কেলভিন কিপটাম সড়ক দুর্ঘটনায় গত রাতে মারা গেছেন। তার বয়স ছিলো মাত্র ২৪ বছর। কেনিয়ার দক্ষিণ-পশ্চিম এলাকা কাপ্তাগাতে স্থানীয় সময় রাত ১১টায় তিনি গাড়ি দুর্ঘটনায় প্রান হারান।
কিপটাম গত রাতে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তার সঙ্গে গাড়ীতে ছিলো তার কোচ গারভেইস হাকিজিমানা এবং আরো একজন। দুর্ঘটনায় তিনি ও তার কোচ মারা গেছেন। তৃতীয় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ কমান্ডর পিটার মুলিঙ্গে কেনিয়ার নেশন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, কিপটাম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। খাদে পড়ার আগে তার গাড়ি গাছের সঙ্গে বাড়ি খেয়েছিল।
মুলিঙ্গে এক বিবৃতিতে বলেন, ‘বিশ্ব ম্যারাথন রেকর্ডধারী কেলভিন কিপটাম নিজে গাড়ি চালাচ্ছিলেন। দুজন যাত্রী ছিলেন তার সঙ্গে। কিপটাম ও হাকিজিমানা ঘটনাস্থলে মারা গেছেন ও তৃতীয় ব্যক্তিকে এলদোরেটের রেসকোর্স ময়দানের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
কিপটাম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গা, বিশ্ব অ্যাথলেটিকসের প্রধানসহ আরো অনেকে।