সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিততে হলে শেষ ওভারে শ্রীলঙ্কার লাগত ১৪ রান। বোলিংয়ে তখন জিম্বাবুয়ের সেরা বোলার ব্লেসিং মুজারাবানি। তবে প্রায় তিন বছর পর দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথুস তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেখালেন চাপে থেকেও কীভাবে ম্যাচ বের করে আনা যায়।
ওভারের প্রথম দুই বলে দুই চার হাঁকিয়ে দলকে চাপমুক্ত করেন ম্যাথুস। কিন্তু মাঝে এক বল ডট দিয়ে পরের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন এই অভিজ্ঞ অল-রাউন্ডার।
একটুর জন্য জিম্বাবুয়েকে ম্যাচে ফেরানো গেলেও পঞ্চম বলে দুশমন্থ চামিরা চার হাঁকিয়ে আরও সহজ করেন ম্যাচ। শেষ বলে ২ রান নিয়ে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
তবে চামিরার শেষ দুই বলে চার ও দুই রানের ম্যাচ জেতানো ইনিংস মনে রাখবে অনেক দিন।
এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৪৪ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর চারিথ আশালঙ্কার ১৬, ম্যাথুসের ৪৬ ও দাসুন শানাকার অপরাজিত ২৬ রান শ্রীলঙ্কাকে দারুণ এক জয় এনে দিয়েছে।
এর আগে জিম্বাবুয়েকে লড়াকু সংগ্রহ এনে দেন সিকান্দার রাজা। ৪২ বলে তাঁর ৫ চার ও ২ ছক্কায় ইনিংসটি যদিও শেষ পর্যন্ত বিফলে গেছে।
এমআর/