সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারত বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর পাকিস্তান দলে এসেছে বড় পরিবর্তন। তিন ফরম্যাটের নেতৃত্বে থাকা বাবর আজম সরে দাঁড়ান। এ নিয়ে আলোচনা যেমন হয়েছে, সমালোচনাও হয়েছে। কেউ কেউ বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চাপে পড়েই সরে দাঁড়িয়েছেন বাবর।
সে যাই হোক, বাবর সরে দাঁড়ানোর পর টেস্ট অধিনায়ক করা হয়েছে শান মাসুদকে। আর টি-টোয়েন্টির নেতৃত্ব ভার দেয়া হয়েছে শাহীন শাহ আফ্রিদির কাঁধে।
কিন্তু শাহীনকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার বিষয়টি মেনে নিতে পারছেন না শ্বশুর শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন, টি-টোয়েন্টি দলের জন্য মোহাম্মদ রিজওয়ান যোগ্য দাবিদার ছিলেন।
সম্প্রতি অস্ট্রেলিয়াতে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চাই। কিন্তু ভুলবশত শাহিনকে অধিনায়ক করা হয়েছে। কঠোর পরিশ্রম ও খেলার প্রতি মনোযোগের কারণে আমি রিজওয়ানের প্রশংসা করি। কে কী করল না করল, সেসবে ওর আগ্রহ নেই। ওর সবচেয়ে ভালো গুণ শুধু খেলার প্রতি মনোনিবেশ করা। সে সত্যিই একজন যোদ্ধা।’
এমআর/