সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফিলিপিনে অনুষ্ঠিত ২২তম এশিয়া মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ ৩৫-৩৯ বয়স ক্যাটাগরিতে ১০ কিলোমিটার রোড দৌড়ে সিলভার (দ্বিতীয়) মেডেল ও ৫ কিলোমিটার দৌড়ে ব্রোঞ্জ (তৃতীয়) পদক অর্জন করেছেন কুমিল্লার দেবিদার গোপালনগর এলাকার সিঙ্গাপুর প্রবাসী নজরুল ইসলাম।
১০ কিলোমিটার রোড দৌড়ে প্রথম হয়েছেন ফিলিপাইনের বলিবার এবং তৃতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার ইতোক ত্রিউইয়োনো। ৫ কিলোমিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেছেন সিঙ্গাপুরের মারকাজ এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফিলিপিনের বলিবার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশকে গর্বিত করেছেন সিঙ্গাপুর প্রবাসী নজরুল ইসলাম।
চ্যাম্পিয়নশিপটি শুরু হয়েছে গত ৮ নভেম্বর এবং শেষ হয়েছে ১২ নভেম্বর।
এদিকে তার সাফল্যে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষ থেকে নজরুলকে অভিনন্দন জানানো হয়েছে।
জেডএ