সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সম্পর্ক গড়ে তোলার প্রথম শর্ত পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাস। সঙ্গীকে তার যোগ্য সম্মান প্রদান করা। তার প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়া। ভালোবাসার প্রতিদানে প্রত্যাশা কম রাখা। ভালোবাসার মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং পছন্দে অনধিকার চর্চা না করা।
কিন্তু, ব্যক্তিগত স্বাধীনতাকে হস্তক্ষেপ না করার মতো উদারতা খুব কম মানুষেরই থাকে। তবে, সম্পর্ক ভালো রাখতে এমন হওয়াই উচিত। আপনি চাইলে সম্পর্ক আরও সুন্দর ও মধুর করতে কিছু কৌশল মেনে চলতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সম্পর্ক ভালো রাখার কিছু টিপস-
১. শুভ সকাল
দিনের শুরুতেই একটি ছোট উইশ ‘শুভ সকাল’। সঙ্গীর মন জয় করার শর্টকাট উপায়। প্রতিদিন সকালের সতেজ হাসি আর কপালে ঠোঁটের আলতো ছোঁয়া তার সারাদিনকে সুন্দর করার জন্য যথেষ্ট।
২. প্রিয় খাবার
পুরুষ হৃদয় জয়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার পাকস্থলী জয়। তার প্রিয় রান্না করে রাখুন। ক্লান্তিকর দিনের শেষে বাড়ি ফিরে যদি প্রিয় খাবার পাওয়া যায়, তা অবশ্যই ভালোবাসি বলার চেয়ে অনেক জোর দিয়ে ভালোবাসি বলা হয়ে যায়।
৩. চিরকুট লিখুন
ছোট চিরকুটে মনের কথা লিখে বালিশের পাশে রেখে দিন। এরপর আর ‘আমি তোমাকে ভালোবাসি’ বলার অপেক্ষা রাখে না। আপনার এই ছোট কাজই তার চোখে আপনাকে আরও স্পেশাল করে তুলবে।
৪. হাত ধরুন
বাড়িতে পাশাপাশি বসে আছেন তাতে কি? সঙ্গীর হাত ধরতেই পারেন। এর মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটে। বাড়িতে টিভি দেখার সময়, গল্প করার সময় এমনকি রাস্তা পার হওয়ার সময়ও হাত ধরে থাকুন। এর অর্থ মুখে না বলেও পরস্পরের প্রতি আস্থা ও ভরসার কথা বুঝিয়ে দেওয়া। এতে সম্পর্ক ভালো থাকবে।
৫. ধন্যবাদ দিন
সঙ্গীকে ধন্যবাদ দিতে শিখুন। একটি ছোট শব্দ যদি সম্পর্কে বড় প্রভাব ফেলে তাহলে কেন নয়? আপনার প্রিয় আইসক্রিম কিংবা ফুল উপহার পেলে অথবা যেকোনো কারণেই আন্তরিকতার সাথে ধন্যবাদ দিন। পরিবর্তন নিজেই বুঝতে পারবেন।
৬. মুখরোচক লাঞ্চ প্যাক করুন
তিনি যদি ভোজন রসিক হন। আর আপনিও রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার দলে। তাহলে সুযোগের ব্যবহার করে তাকে মুখরোচক লাঞ্চ প্যাক করে দিন। এই সুস্বাদু খাবার খেয়ে নিশ্চয়ই তিনি রাঁধুনির প্রশংসা করতে ভুলবেন না।
৭. ম্যাসেজ পাঠান
প্রেমপত্র লিখতে আপনার একজন কবি হওয়া জরুরী নয়। বরং হৃদয় নিঃসৃত কথাগুলোই পরম যত্নে ম্যাসেজ বা ই-মেইল করে পাঠিয়ে দিন। শ’খানেক কাজের ই-মেইলের মধ্যে আপনার বার্তা সঙ্গীর কাজের গতি বাড়িয়ে দেবে।
৮. ছুটির পরিকল্পনা করুন
সময়ের অভাবে সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারছেন না। তাই দুদিনের ছুটির পরিকল্পনা করুন। সপ্তাহান্তে নিকটবর্তী কোনো রিসোর্টে পরিবারসহ চলে যেতে পারেন। আবার পরিকল্পনা করে তাকে অবাকও করে দিতে পারেন।
৯. প্রশংসা করুন
সুযোগ পেলেই সঙ্গীর প্রশংসা করুন। যে কারণে তার প্রেমে বারবার পড়ছেন, সেই কারণগুলোর প্রশংসা করুন। বিশেষ করে তার কাজের জন্য। ব্যবহারের জন্য। পরিবারের বাইরের মানুষের সামনেও প্রশংসা করুন। এটি তার মনোবল বাড়িয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। এ ছাড়া এটি সম্পর্কের গভীরতাও বাড়বে।
যেকোনো সম্পর্কে প্রয়োজন দুপক্ষের আন্তরিক প্রচেষ্টা, যত্নের ও শ্রদ্ধার। আপনার প্রতিদিনের চর্চায় মজবুতভাবে টিকে থাকুক সম্পর্কটি।
এস