সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কর্মক্ষেত্রের সুযোগ অথবা উন্নত জীবনের হাতছানি- প্রধানত এই দুই কারণে মানুষ নিজ দেশকে রেখে ভিন্ন দেশে গিয়ে বসবাস করে। প্রবাসীদের কাছে প্রবাস জীবনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা রয়েছে। প্রবাসীদের নিয়ে গড়ে ওঠা জার্মানভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনসের প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রবাসীদের বসবাসের জন্য সেরা ৫টি দেশের নাম প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জরিপে অংশ নিয়েছেন বিশ্বের ১৭২টি দেশের ১৭১ জাতির ১২ হাজার প্রবাসী। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে শীর্ষস্থানীয় দেশগুলোর কোন সুবিধাগুলো প্রবাসীদের প্রবাস জীবনে অভ্যস্ত করছে।
বসবাসের খরচসহ প্রবাসে বসবাসের ৫৬টি দিক বিবেচনায় এ তালিকায় সবার ওপরে রয়েছে মেক্সিকো। ২০১৪ সাল থেকে প্রবাসীদের পছন্দের শীর্ষ দেশের একটি মেক্সিকো। মেক্সিকোর মানুষদের বন্ধুসুলভ আচরণকেই দেশটিকে পছন্দের প্রধান কারণ বলে মনে করেন ৭৫ শতাংশ প্রবাসী। মেক্সিকোতে স্থানীয় বাজারে কেনাকাটা করাসহ অন্যান্য সময়ে দেশটির মানুষদের আচরণকে পছন্দ করেন প্রবাসীরা। প্রবাসীদের মেক্সিকো পছন্দের আরেককটি কারণ দেশটির মানুষদের সাধারণ জীবনযাপন। মেক্সিকোর আইনকানুন কঠোর হলেও ন্যূনতম থাকার মেয়াদ না থাকায় প্রবাস জীবন চালিয়ে নিতে খুব একটা সমস্যায় পড়তে হয় না প্রবাসীদের। দেশটির পর্যটনসমৃদ্ধ এলাকাগুলোতে আন্তর্জাতিক ভাষা ইংরেজির বেশ চর্চা রয়েছে। মেক্সিকোর প্রধান ভাষা স্প্যানিশ হওয়ায় এ ভাষা জানা প্রবাসীদের জন্য মেক্সিকোতে কাজ করা সহজ। মেক্সিকোর পারিবারিক ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্য নিয়েও প্রবাসীরা বেশ খুশি। ১৯ লাখ ৭২ হাজার বর্গ কিলোমিটার আয়তনের মেক্সিকোর ৩২ রাজ্যের একটি ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ ওয়াক্সাকার। ওয়াক্সাকারের রাজধানী ওয়াক্সা সিটিতে বসবাসকারীরা জানিয়েছেন শহরটি সবসময় উৎসবমুখর থাকে, তাই এ শহরটিও মেক্সিকো পছন্দের অন্যতম কারণ।
এ তালিকার দ্বিতীয় দেশ ইউরোপের স্পেন। গুণগত জীবনমান বজায় থাকায় গত ১০ বছর ধরে দেশটি প্রবাসীদের পছন্দের অন্যতম শীর্ষস্থান দখল করে আছে। শীতল জলবায়ু, আধুনিক সংস্কৃতির চর্চা, জমকালো নৈশজীবন, চিত্তবিনোদন এবং অবসর কাটানোর দারুণ সব সুবিধা রয়েছে স্পেনে। স্পেনের ভ্যালেন্সিয়া এবং মালাগায় বছরের ৩০০ দিন আরামদায়ক ১৮ ডিগ্রি সেলসিয়াস সূর্যতাপ থাকায়, এই দুটি শহর প্রবাসীদের বেশি পছন্দের। ইউরোপের অন্যান্য দেশের চেয়ে স্পেনে বসবাসের খরচও কম। স্প্যানিশরা বেশ বন্ধুসুলভ এবং মিশুক। প্রবাসীদের ব্যাপারে দেশটির মানুষদের মধ্যে ইতিবাচক ধারণা রয়েছে। প্রবাসীদের ৮০ শতাংশই স্পেনের জীবনকে নিজ দেশে বসবাসের সঙ্গে তুলনা করেছেন।
প্রবাসীদের পছন্দের তালিকায় এগিয়ে আছে মধ্য-আমেরিকার দেশ পানামা। প্রবাসী হিসেবে নতুন পরিবেশে সহজে নিজেকে মানিয়ে নেওয়া, বন্ধু খুঁজে পাওয়া এবং সাংস্কৃতিক চর্চার দিকে দেশটির সুখ্যাতি রয়েছে। প্রবাসীদের জন্য দেশটির ভিসা খরচ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম। সহজে ভিসা পাওয়া যায়, বিশ্বের এমন শীর্ষ ৫ দেশের একটি পানামা। মার্কিন ডলার দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় পানামায় আর্থিক বিষয় সামলানোর জটিলতা কম। দেশটিতে বসবাস করা ৮০ শতাংশ প্রবাসীই পানামার আর্থিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। তারা জানিয়েছেন, এ দেশটিতে কম খরচে সহজে বসতি গড়া যায়। ব্যক্তিগত বিনিয়োগের দিক থেকে এটি বিশ্বের ৮ম সুবিধাজনক দেশ। সমুদ্রমুখী পরিবেশে বসতি গড়তে এখন অনেকেই বিনিয়োগ করছেন পানামায়।
মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে প্রবাসীদের পছন্দের শীর্ষ দেশের তালিকায় উঠে এসেছে বাহরাইন। ২০২২ থেকে ২০২৩ সালে দেশটিতে বসবাসের খরচ কমেছে। দেশটিতে কর্মরত প্রবাসীরা তাদের আর্থিক অবস্থা নিয়েও বেশ সন্তুষ্ট। প্রশাসনিক সহায়তা, বসতি নির্মাণ, তথ্যপ্রযুক্তির সহজপ্রাপ্যতাসহ প্রবাসীদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা নিশ্চিত করা হয়েছে দেশটিতে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও কাজের পরিবেশ নিয়ে প্রবাসীরা সন্তুষ্ট।
প্রবাস জীবনের জন্য অনেকেই বেছে নিচ্ছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াকেও। জাতিসংঘের শিক্ষা-বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল-সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন-ইউনেস্কোর তালিকাভুক্ত ৪টি বিশ্ব ঐতিহ্য থাকা মালয়েশিয়ার আধুনিক এবং সহজলভ্য পরিবহন ব্যবস্থা প্রবাসীদের পছন্দের। ভৌগোলিক অবস্থানের কারণে মালয়েশিয়া থেকে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার যেকোনো দেশে মাত্র ২ ঘন্টায় পৌঁছানো যায়, যা দেশটি থেকে আঞ্চলিক বাণিজ্য বিকাশে সহায়ক ভূমিকা রাখছে। প্রবাসীদের কাছে দেশটি পছন্দের আরেকটি কারণ- স্থানীয়দের বন্ধুসুলভ আচরণ। দেশটিতে আর্থিক ব্যবস্থায় জটিলতা না থাকাকেও দেশটি পছন্দের কারণ মনে করেন প্রবাসীরা। আয় এবং খরচের ভারসাম্য রক্ষা করে জীবন পরিচালনা করা যায় মালয়েশিয়ায়। দেশটির অধিকাংশ মানুষ যোগাযোগ করতে পারেন ইংরেজি ভাষা ব্যবহার করে। শিক্ষিত লোকদের বেশ কদর রয়েছে মালয়েশিয়ায়। ভিন্ন দেশের মানুষকে স্বাগত জানাতে মালয়েশিয়ানরা কোনো কার্পণ্য করেন না বলেও জানিয়েছেন প্রবাসীরা।
এইউ