সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রতিবেশী যেকোনো দেশের সংখ্যালঘুদের চেয়ে এদেশে সংখ্যালঘুরা অনেক ভালো ও নিরাপদে আছেন বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
সোমবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশের সংখ্যালঘুদের বিষয়ে নিজের মতামত জানান তিনি।
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, প্রতিবেশী যেকোনো দেশের সংখ্যালঘুদের চেয়ে এদেশে সংখ্যালঘুরা অনেক ভালো ও নিরাপদে আছেন। এটা আমাদের গৌরব। আমাদের আশপাশের দেশগুলোতে প্রায় সময়ই ভয়াবহ সাম্প্রদায়িক হামলায় হাজারো মানুষ হাতাহত হতে দেখা যায়। অথচ নিকট অতীতে বাংলাদেশে সেরকম কোনো সম্প্রদায়িক হামলা হয়নি। এটা এদেশের পারস্পরিক সহাবস্থানের উৎকৃষ্ট নজির।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ আরও লেখেন, যুগ যুগ ধরে এদেশের আলেমগণ এ বিষয়ে দেশবাসীকে সচেতন করে আসছেন। শুধু তাই নয়, সম্প্রতি আমরা দেখেছি, অসংখ্য জায়গায় মাদরাসা পড়ুয়ারা রাত জেগে সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় পাহারা দিচ্ছে। অন্যান্য দেশে যা কল্পনাতীত।
ইসলামি এই বক্তা লেখেন, চলমান রাজনৈতিক সংকটে কিছু কিছু জায়গায় দুর্ঘটনার খবর পাওয়া গেছে বটে। তবে সেগুলো বিচ্ছিন্ন এবং রাজনৈতিক ঘটনা। এর সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। যারা সেসব ঘটনাকে কেন্দ্র করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, দিনশেষে তারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। তারা আর যাহোক, দেশের শুভাকাঙ্ক্ষী নন।
উল্লেখ্য, গত সোমবার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে আওয়ামী লীগ নেতা ও এমপিদের বাসায় ভাঙচুর ও হামলা করে বিক্ষুদ্ধরা। সেই সেঙ্গ কিছু হিন্দু ধর্মের উপসনালয়ে হামলার চাউর ওঠে।
আরএ