সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোটা সংস্কার আন্দোলনে চলমান কর্মসূচি পালন করতে গিয়ে গত কয়েক দিনে শিক্ষার্থীরা নিহত ও আহত হয়েছেন। নারী শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছে। যা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজের অবস্থান জানান দিচ্ছেন অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। এই সারিতে এবার যোগ দিয়েছেন সাদাত হোসাইন। যিনি দেশের জনপ্রিয় কবি, ঔপন্যাসিক ও গল্পকার হিসেবে পরিচিত।
কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সাদাত হোসাইন। তাতে বুক খালি হওয়া মায়ের আর্তনাদ তিনি তার লেখনীতে তুলে ধরেছেন।
সাদাত হোসাইন তার ক্যাপশনে কবিতার ছন্দে লিখেছেন, ‘যে পিতার কাঁধ, বইছে অগাধ, পুত্রের লাশ, যে মায়ের চোখ, সমুদ্র শোক, কন্যার শ্বাস। সে বাবার বুক, মৃত্যু অসুখ, বেদনার বিষে, সে মায়ের কোল, শূন্য আঁচল, ভরে যাবে কীসে!’
আর আঁকা ছবিতে আবু সাঈদের মায়ের আহাজারী শব্দে প্রকাশ করে একটি প্রশ্ন রেখে তিনি লিখলেন, ‘তুই মোর ছাওয়াক চাকরি না দিবু না দে, কিন্তু মারলু ক্যানে?’
বুধবার (১৭ জুলাই) কোটা সংস্কারের আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজার সময় কফিন ছুঁয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ করেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এস