সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর কলকাতার একটি এলাকায় ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার খুন হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
বৃহস্পতিবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে ডরিন লিখেছেন, ‘আমার দীর্ঘ নিশ্বাসে তোমার হত্যার মানুষ নামে পশুর বিচার হবেই ইনশাআল্লাহ বাবা। আমি তো আছি তোমার মেয়ে। আমি আনারের সন্তান, এটাই আমার পরিচয়।’
এর আগে এদিন সকালে আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি আব্বু ডাকতে পারি না। আমি তো এতিম, তুমি কি দেখতেছো আব্বু?’
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসা করাতে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। সেখান থেকে ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হয়ে যান। এরপর গত ২২ মে পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ।
এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। বাবা আনারকে অপহরণের অভিযোগ এনে মামলাটি করেন তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।
আরএ