সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দান-সদকা করা, আল্লাহর পথে খরচ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কোরআনে আল্লাহ তার সন্তুষ্টির জন্য সদকাকারীদের, তার পথে খরচকারীদের তার সন্তুষ্টি, সওয়াব ও জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, তারপর তারা যা ব্যয় করেছে, তার পেছনে খোঁটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিতও হবে না। (সুরা বাকারা: ২৬২)
অন্য একটি আয়াতে আল্লাহত তায়ালা মানুষের দান-সদকার প্রতিদান সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশত দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সুরা বাকারা: ২৬১)
বিভিন্ন হাদিসে সদকার বহু ফজিলত ও ফায়েদা বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালেক (রা.) একটি হাদিসে বলা হয়েছে, সদকার একটি ফায়েদা হলো সদকার কারণে মানুষ নিকৃষ্ট মৃত্যু থেকে বেঁচে যায়। আল্লাহর রাসুল (সা.) বলেন, সদকা আল্লাহ তাআলার ক্রোধ প্রশমিত করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। (সুনানে তিরমিজি: ৬৬৪)
ইসলামে আল্লাহর স্বরণ থেকে গাফেল ও পাপাচারে লিপ্ত অবস্থায় মৃত্যু হওয়াকে মন্দ মৃত্যু বলা হয়। যে অবস্থায় হঠাৎ মৃত্যু হওয়ার কারণে মানুষ তওবা ও কালেমা পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং নিকৃষ্ট পরিণতির দিকে এগিয়ে যায়।
আল্লাহর রাসুল (সা.) যেসব মৃত্যু থেকে আল্লাহর রাসুল (সা.) আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন সেগুলোও নিকৃষ্ট মুত্যু। আবুল য়ুসর (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সা.) দোয়া করতেন, হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ঘর-বাড়ি ভেঙে চাপা পড়ে, উঁচু জায়গা থেকে পড়ে, পানিতে ডুবে, আগুনে জ্বলে মৃত্যু ও অতি বার্ধক্য থেকে। আশ্রয় প্রার্থনা করছি মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা থেকে, আপনার রাস্তায় যুদ্ধের ময়দান থেকে পলায়নপর অবস্থায় মৃত্যু বরণ করা থেকে এবং আমি (সাপ, বিচ্ছুর) দংশনজনিত কারণে মৃত্যুবরণ করা থেকে। (সুনানে আবু দাউদ: ১৫৫২)
কে