নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সরকারের এক মন্ত্রী, তার মেয়ে ও মেয়ের জামাতা জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি এটা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার রাজধানীর কুড়িল বিশ্বরোডে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘এ সরকারের একজন মন্ত্রীর সন্তান এবং তার মেয়ে জামাইয়ের নামে অভিযোগ থাকা সত্ত্বেও এখনো ওই মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’