সমাবেশের অনুমতি না পেলেও বুধবার নারায়ণগঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের এ কথা বলেন। নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতেই নারায়ণগঞ্জ যাবেন খালেদা জিয়া।
এদিকে, নজরুল ইসলাম ও চন্দন সরকারের স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিএনপি জামাতপন্থী সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধি দল। এ সময় নিহতের স্বজনদের সমবেদনা জানান তারা।
পরে জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তারা। শুধুমাত্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কর্মকর্তাদের চাকরিচ্যুত করার মধ্য দিয়ে এ ঘটনাকে ধামাচাপা দিতে চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না— উল্লেখ করে দেশ থেকে গুম, হত্যা, অনাচার অবিচার নির্মূল করার জন্য সাধারণ মানুষের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।