সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদদের পরিবারের চোখের পানিতে শেখ হাসিনার পতন কবুল করেছেন মহান আল্লাহ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। সকালে ফুলগাজী থানার আনন্দপুরে শহীদ শ্রাবণের বাড়িতে গিয়ে শহীদ শ্রাবণের পরিবারকে সান্ত্বনা দেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি শহীদের বাবা-মা ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিবারের খোঁজ-খবর নেন। শ্রাবণের আত্মত্যাগের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘শহীদের মা-বাবা গর্বিত, বীরের অভিভাবক হওয়া সব বাবা-মায়ের ভাগ্যে থাকে না। আমরা আমাদের জায়গা থেকে সব সময় শহীদের কৃতজ্ঞতার কথা স্মরণে রাখব।’ তিনি আরও বলেন, ‘শহীদরা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল, সেসব স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করবে।’ এর আগে তিনি ফেনী পৌরসভার সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও নিঃস্ব মিতুল চন্দ্র দাস, মনোয়ারা বেগম ও মোহাম্মদ মানিকের জন্য জামায়াতের নির্মিত তিনটি ঘরের মধ্যে মিতুল চন্দ্র দাসের ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কে