সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা বাতিল করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মনে করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
বুধবার (২১ আগস্ট) ছাত্রশিবিরের অফিসিয়াল পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, এইচএসসি ও আলিম পরীক্ষা বাতিল করাটা প্রাজ্ঞ সিদ্ধান্ত বলে মনে হয়নি।
তিনি লেখেন, এটা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদসহ আরও কিছু স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারলে ভালো হতো। সম্প্রতি লক্ষণীয় একটি বিষয়, কথায় কথায় একটা ‘দাবি গ্রুপ’ তৈরি হয়ে যাচ্ছে। সকল দাবির প্রতি সম্মান রেখেই বলছি, যেকোনো কমিউনিটিতে মেজরিটি কী ভাবছে, তা চিন্তা না করে ‘দাবি গ্রুপের’ সব কথা আমলে নেওয়াটা যৌক্তিক মনে করি না।
সবকিছুতেই তাড়াহুড়া ও অস্থিরতা বাদ দিতে হবে। জাতীয় ইস্যুতে অধিকাংশের মতামত, চিন্তাশীলতা ও বাস্তবতার আলোকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাই।
আরএ