সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির সঙ্গে মতবিনিময় সভা করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐক্য পরিষদ থেকে ৮ দফা দাবি পেশ করলে ক্ষমতায় গেলে তা পূরণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
তিনি বলেন, ৮ দফা দাবি তুলে ধরা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সেগুলো দেখবেন বলে আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব।
অতীতের কথা ভুলে গিয়ে একসঙ্গে সবাই মিলে মানবিক রাষ্ট্র গঠনে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সাংবাদিকদের
বলেন, শান্তি ও স্বস্তি চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করবেন সবাই। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুষ্কৃতকারীরা শত চেষ্টা করেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না।সবাইকে সঙ্গে নিয়ে নির্মাণ করা হবে।
তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু তারা সেটা পারবে না। শত চেষ্টা করেও চক্রান্তকারীরা সম্প্রীতি নষ্ট করতে পারেনি।
বিএনপি মহাসচিব বলেন, সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো স্টেট নির্মাণ করা হবে। সে সুযোগ এখন এসেছে। ওনাদের (সংখ্যালঘু) সমস্যাকে আমাদের সমস্যা মনে করে যেই সরকারই আসুক সেই দাবি ও সমস্যাগুলো নিয়ে কথা বলব। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
এফএইচ