সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার নির্দেশের অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (১২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ করে তারা।
শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার শিকার ছাত্রদের পূর্ণ তদন্ত করতে হবে। এ ঘটনায় জড়িতদের খুজে বের করে যথাযথ আইন প্রয়োগ করে শাস্তির আওতায় আনতে হবে। এসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ছাত্র হত্যার দায়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে বলেও জানান তারা।
এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া হল বাণিজ্য বন্ধ, ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের মদদপুষ্ট যেকোনো ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ থেকে নির্মুল করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর তার আমলে অনেক মন্ত্রী, এমপি ও নেতারা দেশ ছাড়েন। এছাড়া আওয়ামী লীগের অনেক নেতারা পলাতক রয়েছেন।
আরএ