দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে শোক জানাতে ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল। এ সময় দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি।
পরে গণমাধ্যমকে বলেন, ইরানের প্রসিডেন্ট ইবরাহিম রাইসি, পররাষ্ট্র মন্ত্রীসহ কর্মকর্তাগণের হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করাতে আমরা গভীরভাবে শোকাহত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতের অফিস কার্যালয়ে এসে শোক প্রকাশ করেছি। এই সময় বিশ্বে অভিজ্ঞ রাজনীতিকের খুব বেশি প্রয়োজন, সেই সময় ইবরাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতা চলে যাওয়াটা অত্যন্ত মর্মান্তিক। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার-আত্বীয়স্বজন, পররাষ্ট্র মন্ত্রীর পরিবার ও আত্বীয় স্বজন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক সইতে পারেন সেই দোয়া করছি।
মির্জা ফখরুল বলেন, এই শোকের সময়ে ইরানের জনগণ যেন তাদের স্থির যে সিদ্ধান্তগুলো এবং বিশেষ করে তাদের রাষ্ট্রের যে ভূমিকাগুলো রাখতে পারেন সেই জন্য আল্লাহ দরবারে দোয়া করছি।
বিএনপি মহাসচিবের সঙ্গে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ ৯ কর্মকর্তার মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিসহ ৯ সফরসঙ্গি নিহত হন।
কে