সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম জোট নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী ২৩ মে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে গত ডিসেম্বরে গণভবনে জোট নেতাদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ নেতারা আসন সমঝোতা নিয়ে একাধিক বৈঠকে বসেন। পরে ১৪ দলীয় জোটের ৩ দলকে ৬ আসনে ছাড় দেয় আওয়ামী লীগ। এর মধ্যে চারটিতেই পরাজিত হয় জোট নেতারা। এর মধ্যে বিজয়ী হয়েছিলেন শুধু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন। জাসদের সভাপতি হাসানুল হক ইনুও পরাজিত হন।
নির্বাচনের ফলাফল নিয়ে জোটের নেতাদের মধ্যে চাপা ক্ষোভ তাঁদের বক্তব্যে বিভিন্ন সময় উঠে এসেছিল। পরে এ নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু জোটের কয়েকজন শীর্ষ নেতা দেশের বাইরে যাওয়ায় সেটি হয়নি। যা আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে জোটে সৃষ্ট দূরত্ব কমার আশা করছেন সংশ্লিষ্ট নেতারা। তারা বলছেন, বৈঠকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী ঘটনাগুলো আলোচনা করে পরবর্তী করণীয় চূড়ান্ত করা হবে।
এফএইচ