সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশের নির্বাচন ইস্যুতে পশ্চিমারা তাদের অবস্থান পরিবর্তন করেনি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৫ মে) সন্ধায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক গণফোরাম (একাংশ) ও বাংলাদেশ পিপলস পাটির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থানেই আছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র তাদের অবস্থান অব্যাহত রেখেছে। তারা নিরপেক্ষ নির্বাচনের পক্ষেই কথা বলছেন। তারা তাদের যেগুলো প্রয়োজনীয়-উপকারি বিষয়গুলো নিয়েই কাজ করে যাচ্ছেন। তবে তারা এ দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছেন না।
তিনি বলেন, সরকার একটা ভয়ের আবহ সৃষ্টি করেছে। তারা নতুন নতুন নির্বাচন কৌশল বের করে। ডামি ইলেকশন, নিশিরাতের ভোট করে। দেশের জনগণ নির্বাচন বর্জন করেছে। তারা সেখানে ভোট দিতে যায়নি। মানুষ চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক।’
মির্জা ফখরুল বলেন,‘ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সব ধরনের অপকৌশল অবলম্বন করেছে। সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গোটা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতেই কাজ করছে বিএনপি ও যুগপতের শরিকরা।