সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র না ফিরলে দেশে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে আসবে না।
রোববার (৫ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য সংগ্রাম চলছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের সকল দায় দায়িত্ব সরকারের। কারণ, সংবাদপত্রের স্বাধীনতায় বাধা দেয় সরকার। নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করলেও সরকার গণমাধ্যের স্বাধীনতায় বিশ্বাস করে না।
তিনি বলেন, গণতন্ত্র না থাকলে একদলীয় শাসন কায়েম হয়। সেখানে মুক্ত গণমাধ্যম আশা করা যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা বিএনপির মূল লক্ষ্য।
ড. মঈন খান আরও বলেন, বর্তমান সরকার নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করলেও তারা একদলীয় শাসন কায়েম করে জনগণকে এক লাইনে চলতে বাধ্য করতে চাইছে।
কে