সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের দুই নেতা এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মাঠের বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর– দুজনই চিকিৎসার উদ্দেশে সেখানে গেছেন। এ নিয়ে রাজনীতে নতুন গুঞ্জন শুরু হয়েছে। আলোচনায় আছে– সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে গেলেও দুই নেতার মধ্যে দেখাও হয়ে যেতে পারে।
জানা যায়, গত রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এক বিবৃতিতে জানান, সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই দেশে ফিরবেন তিনি।
২০১৯ সালে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে ভারতের চিকিৎসক দেবী শেঠির পরামর্শে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। এরপর থেকে ফলোআপ চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে যেতে হয়।
এদিকে এক দিন পর সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন বিএনপি মহাসচিব। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে রয়েছেন।
ফখরুলের একান্ত সহকারী ইউনুস আলী জানান বলেন, স্যার হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। আগামী ১৮ তারিখ স্যার দেশে ফিরবেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি মহাসচিব কারাগারে থাকা অবস্থায় তার প্রায় ছয় কেজি ওজন কমে যায়। স্বাস্থ্য পরীক্ষা করতে তিনি সিঙ্গাপুরে গেছেন।
প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল। এর আগেও সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগাস্ট চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
ডিপি/