সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর বহুতল ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে নাগরিক ঐক্য।
শুক্রবার (১ মার্চ) নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার যৌথ বিবৃতিতে শোক জানান। একই সঙ্গে এই মর্মান্তিক ঘটনার যথাযথ তদন্ত এবং দুর্ঘটনায় কারণ ও সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন তারা।
বিবৃতিতে তারা বলেন, এক মৃত্যুকূপে বসবাস করছি আমরা। নিমতলী ও চুড়িহাট্টার পর বেইলি রোড। আর কত মৃত্যুর পর টনক নড়বে রাষ্ট্রের? কিন্তু সরকারের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। বেইলি রোডের যে ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং একমাত্র সিঁড়ি ছিল গ্যাস সিলিন্ডারে ভর্তি।
আরও বলা হয়, কয়েকদিন পর পর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালায়। এই সিলিন্ডারগুলো কি তাদের চোখে পড়ে না? এ রকম একটা কমার্শিয়াল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, পর্যাপ্ত সিঁড়ি নেই, রাজউক কি তার কোনো খোঁজ-খবর রেখেছে?
কয়েকদিন পর পরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি করে নাগরিক ঐক্যের শীর্ষ নেতারা বলেন, কিন্তু সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিংবা ন্যূনতম সিলিন্ডার টেস্টিংয়ের কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়নি সরকার। কারণ সিলিন্ডার গ্যাসের ব্যবসা সরকারের গুটিকয়েক মানুষের হাতে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
এও