সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে। নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট গোষ্ঠী। বাজার দর বৃদ্ধিতে মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার এখন ব্যর্থ। যার ফলে তারা এখন সবকিছুতেই বিএনপির ওপর দোষ চাপাতে চায়।
তিনি বলেন, সরকারের কাজ অভিযোগ করা নয়। যারা বাজার অস্থির করে জনজীবন দুর্বিসহ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এনবিআর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলেও তা বাজারে কোনো প্রভাব ফেলতে পারেনি। প্রতি বিষয়েই সরকার জনগণের ওপর মিথ্যার বৃষ্টি বর্ষণ করছে।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। স্বাধীনতা সার্বোভৌমত্বের সঙ্গে জড়িত পিলখানার ঘটনার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সরকার মিথ্যাচার করছে। পিলখানার ঘটনা কারা ঘটিয়েছে, কারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তিনি আরও বলেন, লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলামের বক্তব্যের পর আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। পিলখানার ঘটনার দায় বিএনপির ওপর চাপাতে চাইছে সরকার। পিলখানার ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না। একদিন না একদিন বিচার হবেই। এ কাজে তাদের সহযোগিতা করেছে বিদেশি প্রভুরা। হাসান মাহমুদের বক্তব্য পিলখানার নির্মমতাকে প্রশ্রয় দেওয়া।
আরএ