সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সংসদ নির্বাচন বাতিলসহ বিভিন্ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক ঐক্য। সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সামনে দলটির গণস্বাক্ষর কর্মসূচি থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কর্তৃত্ববাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। আগামীতে কর্মসূচি আরও জোরদার হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৩ ফেব্রুয়ারি গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর। মালিবাগ হোসাফ টাওয়ার সামনে এই গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী, ১৬ ফেব্রুয়ারি শনিরআখড়া, ১৮ ফেব্রুয়ারি ফার্মগেট ও ১৯ ফেব্রুয়ারি খামারবাড়ি সামনে একই কর্মসূচি পালিত হবে। আর ১৭ ফেব্রুয়ারি মাহমুদুর রহমান মান্নার কাব্যগ্রন্থ ‘মিথ্যা এখন অনিন্দ্য’ প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, রোববার বিএনপির পক্ষ থেকেও ছয় দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
আরএ