দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি সম্পদ) জহির উদ্দিন দেওয়ানের বিরুদ্ধে জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
একটি অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের নভেম্বরে ‘পানির গুণগত মান পরীক্ষা ব্যবস্থাপনা শক্তিশালী করণ প্রকল্প’ এর দরপত্রটি দ্রুত সিদ্ধান্তের জন্য মাত্র ১৪ দিনের সংক্ষিপ্ত নোটিশে প্রকাশ করা হয়। কিন্তু ৪ মাস পার হলেও এমনকি টেন্ডারটির মেয়াদ ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শেষ হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি কর্তৃপক্ষ। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান তার অভিযোগের উল্লেখ করেছে, তিন মাস অতিবাহিত ও দরপত্রের বৈধতার সময়কাল শেষ হওয়ার পরেও এখনো পর্যন্ত দরপত্রের কোনো সিদ্ধান্ত নিতে না পারায় পিপিআর ২০০৮ এর বিধি ১০১ স্পষ্ট লঙ্ঘিত হয়েছে।
অপর একটি প্রতিষ্ঠানের অভিযোগ, ৪ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত মূল্যায়ন কমিটির আহ্বায়ক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি সম্পদ) মো. জহির উদ্দিন দেওয়ান কাগজপত্র যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করেননি।
তবে এসব অভিযোগ অস্বীকার করছেন জহির উদ্দিন দেওয়ান। তিনি বলেন, দরপত্রের ভালো মূল্যয়নের জন্য অধিকতর সময় নিয়ে মূল্যায়ন কমিটির সকলের সম্মতি ক্রমে বাস্তবায়ন করা হয় যা আমার একার পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, পিপিআর ২০০৮ এর বিধি ১০১ এ বিধি অনুযায়ী "মূল্যায়ন কমিটি চাইলে সময় বাড়ানোর সুযোগ থাকে যা ঠিকাদার প্রতিষ্ঠান নিজেও জানেন না।
অন্য এক অভিযোগে বলা হয়েছে প্রতিটি দরপত্র মূল্যের জন্য আমি ৬% টাকা অবৈধভাবে দাবি করেছি। যাহা সম্পূন্ন মিথ্যা। ঠিকাদার প্রতিষ্ঠান তার অভিযোগে উল্লেখ করেন দরপত্রটি বাতিল করার আমি হুমকি প্রদান করি। দরপত্র বাতিল করার ও আমার একক কোনো সুযোগ নেই।