সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাথরের দেখতে, বছরের পর বছরও করে না নড়াচড়া, তবুও এটি একটি জীবন্ত প্রানী। কী অনুমান করছেন বহির্বিশ্বের কোনো জীবের কথা বলছি? জ্বি না, বলছি আমাদের পৃথিবীরই একটি অমেরুদন্ডী প্রাণী প্রবালের কথা।
বিশ্বজুড়ে হাজারো প্রবালের বসবাস রয়েছে। এমনটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ সেন্ট মার্টিনকেও প্রবালের দ্বীপ বলা হয়। তবে জেনে অবাক হবেন, দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিজ্ঞানীরা এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেয়েছেন। ন্যাশনাল জিও গ্রাফির একদল বিজ্ঞানি, বিশাল এই প্রবালটির সন্ধান পেয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় এই প্রবালটির অবস্থান প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপপুঞ্জে। মজার বিষয়টি হচ্ছে, গবেষকদের একটি দল সলোমন দ্বীপপুঞ্জের কাছাকাছাটি স্বচ্ছ পানিতে যখন ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সবচেয়ে প্রবালটির আকার দেখে তারা ভেবেছিলেন, এটি বগ কোনো জাহাজের ধ্বংসাবশেষ। তবে পরবর্তীতে গভীর পর্যবেক্ষণের পর, এটি যে পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রবাল তা নিশ্চিত হন গবেষকরা।
সলোমন দ্বী্পপুঞ্জে পাওয়া সবচেয়ে বড় এই প্রবালটি প্রায় ৩০০ বছর ধরে গড়ে উঠেছে বলে বিজ্ঞানিরা ধারণা করছেন। এদিকে প্রবালটি দৈর্ঘ্যে ১০৪ ফুট ও প্রস্থে ১১১ ফুট। প্রবালটির বিশাল এই আকার, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্যপায়ী প্রাণী নীল তিমিকেও হার মানায়। কেননা পৃথিবিতে পাওয়া সবচেয়ে বড় নীল তিমির দৈর্ঘ্য ছিলো প্রায় ১০০ ফুটের মত।
এদিকে পৃথিবীর বুকে এর আগে সর্ববৃহত প্রবালের অবস্থান ছিলো, আমেরিকার সামোয়াতে। যেটির নাম ছিলো বিগ মামা। যেটি আকারে ২৬ ফুট দৈর্ঘ্য ও ৭৩ ফুট প্রস্থের ছিলো। এর তুলনায়, সলোমন দ্বীপপুঞ্জে পাওয়া প্রবালটি প্রায় তিন গুন বেশি বড়।
বিশ্বের সবচেয়ে বড় এই প্রবালের সন্ধান পাওযার তথ্য, আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু আলোচনা কোপ২৯(COP29) এর সম্মেলণে ঘোষণা করা হয়েছিল, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা চেষ্টা করছে। তবে আলোচনার বিষয়টি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রবালসমূহ গুরুতর ঝুকির সম্মুখীন এখন। প্রকৃতি যে নিজেকে রক্ষা করে নিজ গতিতেই আগাতে থাকে, তারই অন্যতম উদাহরণও, সলোমন দ্বীপপুঞ্জে এমন আবিষ্কার।
কে