সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুরের আহমেদ নেফা মোল্লার একমাত্র সন্তান সায়েম আহমেদ (২৮)। লাজ ফার্মা ফার্মেসিতে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। তার উপার্জন দিয়েই চলে পরিবার। কিন্তু সংসারের একমাত্র উপার্জনক্ষম সন্তান আজ মরনব্যধি ক্যান্সারের সাথে লড়ছে। সায়েম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় ডাক্তারের কাছে। ডাক্তারের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করানো হয়। পরীক্ষা নীরিক্ষায় ধরা পড়ে তার শরীরে ব্লাড ক্যান্সার বাসা বেঁধেছে।
বর্তমানে সায়েম রাজধানীর সিরাজ খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চলছে নিয়মিত কেমোথেরাপি, রেডিও থেরাপি এবং বন মেরু ট্রান্সফিউশন।
চিকিৎসক জানিয়েছেন, তার চিকিৎসার জন্য প্রয়োজন ৪০ থেকে ৫০ লাখ টাকা। কিন্তু সায়েমের পরিবারের চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য নেই। তাই তার পরিবার সমাজের বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা চেয়েছেন।
যারা সায়েমের চিকিৎসায় সহযোগিতা করতে চান তারা নিম্নে উল্লেখিত মাধ্যম গুলোতে পাঠাতে পারেন।
বিকাশ পার্সোনাল নাম্বারঃ-01760-939713
নগদ/রোকেট পার্সোনাল নাম্বারঃ-01719-633535
ডাচ বাংলা ব্যাংক লিঃ একাউন্ট নাম্বারঃ- 164151 287636 (Mirpur 10 Branch).
ইসলামী ব্যাংক লিঃ নাম্বারঃ- 2050 729 02 00063400 (Mirpur 10 Branch).