নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জন হত্যার পেছনে নিজের পরিবারের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার বিকেলে গণমাধ্যমের কাছে দেয়া এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে তিনি বলেন, তার পরিবারকে জড়িয়ে গণমাধ্যমে যে সংবাদ পরিবেশিত হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
এ হত্যাকাণ্ড সম্পর্কিত মামলায় অভিযুক্তদের সঙ্গে তার পরিবারের কোনো সদস্যের ব্যবসায়িক লেনদেন বা কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন মন্ত্রী।
মায়া বলেন, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য নিশ্চয়ই উদঘাটিত হবে।
বিবৃতিতে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তিও দাবি করেন তিনি।
এলোমেলো ও ভিত্তিহীন মন্তব্যে প্রকৃত অপরাধী যেন আড়াল হতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান তিনি।