রাজধানীর সবুজবাগ এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র ঘোষ ও অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
মুগদা এলাকায় দায়িত্ব পালনের সময় রাত ১২টার দিকে বৌদ্ধ মন্দিরের সামনে পুলিশের টহলরত গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। রাস্তার পাশের একটি দোকানে মেকানিককে দিয়ে চাকা পাল্টানো হচ্ছিল। পাশেই দাঁড়িয়ে ছিলেন এসআই বিকাশ। এ সময় পেছন দিক থেকে একটি কভার্ড ভ্যান দ্রুত গতিতে তাকে ও অজ্ঞাত পরিচয় ওই যুবককে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। গুরুতর অবস্থায় বিকাশকে হাসপাতালে আনা হলে ভোরে তার মৃত্যু হয়।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আশরাফুজ্জামান দেশ টিভিকে বলেন, এ ঘটনায় একটি মামলা হবে। চালক পলাতক তবে কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।