বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণ বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতালের ব্যবস্থাপক মাসুদ আহমেদ বলেন, বুধবার সকাল ৭টার দিকে হিরণকে মৃত ঘোষণা করা হয়। কয়েকদিন ধরেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
এ সাবেক মেয়রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২২ মার্চ রাতে বরিশাল ক্লাবে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে যান হিরণ। এরপর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ওই রাতেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ২৩ মার্চ প্রথম দফায় অস্ত্রোপাচারের পর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও গ্লেন ঈগলস মেডিকেল সেন্টারে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
তার স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনবায় তাকে দেশে ফিরিয়ে এনে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।