স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও বিজ্ঞান- প্রযুক্তি খাতে ২ হাজার ৭৯৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক পরিষদে আয়োজিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
এরমধ্যে ২ হাজার ৫১১ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয়ে ঘোড়াশালে বিদুৎ প্ল্যান্ট স্থাপন এবং ৯৯ কোটি ৫০ লাখ টাকায় বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ব্যয় হবে।
বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় প্রকল্পগুলো পাস করা হয়।
এসময়, চলতি অর্থবছরে সংশোধিত এডিপিতে পদ্মাসেতু খাতে নতুন করে অর্থ বাড়ছে না বলেও জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৬০ হাজার কোটি টাকার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।